আধ্যাত্নিক অতিথিরা হয়;
বৈচিত্র্যময় ব্যক্ত্বিত্বের অধিকারী,
অপরূপ সৌন্দর্য্যের বিত্তশালী তাঁরা।
কথপোকথনগুলোর মধুরতা
সময়ের স্রোতকেও  সবলচিত্তে
একতরফা সহায়তা করে।
গানের সুর তাল লয়ে
মন্ত্রমুগ্ধ করা পৌরাণিক সত্য।
আদেশ উপদেশ সব যেন
মান্য করাই ধর্ম।


ধর্ম ভীরু,
সন্ত্রস্ত থাকে; ধর্মের মিথ্যাচার রুখতে।
প্রয়াস করে সন্দিহান কল্পনাকে
ধর্মীয় বিশ্বাসে ভুলতে।
আধ্যাত্নিকতা  নঙ্গর ফেলে
ধর্ম ভীরু দ্বীপে।
দীক্ষিত করে সত্যের উপনীত পথে,
দিনাতিপাত হয় ধর্মের সাথে।


দৈব বিধানে লুন্ঠিত হয়
ধর্ম ভীরু দ্বীপ,
আধ্যাত্নিকতার নঙ্গর বিচ্ছিন্ন হয়
অজ্ঞাত স্রষ্টার নির্দেশে।