সিরিয়ালের দৌড় ঝাপ
টাকায় হাত কার?
কে দিল টাকা!
কে নিল তা।
ক্যাশ না চেক,
কোন সেই ব্যস্ত মানবতা।


সময়ের দাম নাই,
কাজের কাজ নাই।
তাই আমি বসে আছি
দীর্ঘ লাইনে।


সুবেদার লোকজন,
কথার মার- প্যাঁচ।
অজানা দুনিয়ায়
রাখলাম কেন সব!


নিয়মের ধাঁধাতে,
সুযোগেরা ফন্দি আঁটে;
সততার হয়রানি সংকল্পে।


জোড়াতালি মেরে
করা যায় কি কারসাজি?
পার্থিব ধারাকেই রুদ্ধতে।


জগতের মালিক খোদ আশ্চর্য হয়,
কালো সাদার লেনদেনে;
ক্রমাগত শৃঙ্খলার দ্বিবিভাজনে।


কেউ পরে থাকে পিছিয়ে
সিরিয়ালের লাইনে।
কেউ টাকা গুঁজে দিয়ে
ঢুকে যায় সামনে।