মেধা তালিকা তৈরি তো,
হবে বাছাই
কে হবে  শীর্ষ!
কার দৌড় কত!
আইনগুলো শুধু ব্যর্থদের গল্প  
লুপ হোল গুলো স্বজনদের প্রিয়।


বিজেতা হওয়ার লড়াই
তবুও কেমন যেন
স্যাঁতস্যাঁতে স্নায়ুযুদ্ধ!
বিশ্বস্ত সঙ্গী আর ক্যাশ টাকায়
যেন একমাত্র কাণ্ডারী।


কেউ ধরে রাজার সামন্ত বর্গ!
কেউ তো আবার প্রজার দালাল।
ধরপাকড় চলে ক্রমান্বয়ে
ফলাফলের একমুহূর্তে পূর্বেও।


আসুক রায় আমার পাশে
জিতুক আমার দল।
জিতুক কোনো মার্কা থাকা
আমার স্বার্থের বল।


আগামীর বছরগুলো
ঋণ শোধবোধের পালা।
ব্যাপারী, দালাল,সামন্ত
সবার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার মেলা ।


গদি আমার ;অর্থ ওদের
কলম আমার; আইন ওদের।
তাদের বরখেলাপ
যেন গদিচ্যুতের আহ্বান ।


পাওনাকড়ি মিটিয়ে দিয়ে
হবে ক্যামনে প্রজার সেবা!
সেবাগুলো তো ওঁরায় কিনে
হাজারের নোটে আর মিলাদের জিলাপিতে।
তাঁরাই দৌড়ে  প্রথমে
ফ্রিতে পাওয়া ভোগের আশায় ।
তার বিনিময়ে চেয়েছি
আমার স্বার্থযোগের সহায়।


সব দায়িত্ব চুকিয়ে,
হাতে থাকে না খুব একটা
যা আসে শুধু ঐ বাজেটে কিছুটা।
আপন পেট সবাই ভরে
হোক সেটা প্রজা;ব্যাপারি-সামন্ত।
শুধু আমার পেটে খাবার দিলে
সবার চোখে আগুন জ্বলে।


হয়  নাকি দোষ!
বলে দুর্নীতিবাজ!  ঘুষখোর!
তোমাদের মুখে কি মানায়
এসবের মুখোশ !