কল্পিত অপরাধের পুনরাবৃত্তি ঘটে
বারংবার লাঞ্ছিত হতে থাকে শুভ্র ।
আকাশচুম্বী ভালোবাসার মৃত্যু হয়,
আলিঙ্গন করে একাকিত্ব
বিলীন করে তার ব্যক্ত্বিত্ব।


ধীরে ধীরে এগিয়ে যায়
গঞ্জিকার মোহ মায়ায়।
জড়িয়ে ধরে বস্তুকে ব্যক্তি ভেবে
আবারও নতুন  ভালোবাসা জন্মায়।
ভালোবাসতে থাকে -
সাদা ধোঁয়ার কুন্ডলিকে,
কাশির শব্দগুলো উল্লসিত রশ্মির ন্যায়
কম্পন ছড়ায়;
দিকবিদিক তেপান্তরের মাঠ পেরিয়ে
পিতা মাতার কর্ণকুহরে।
তাঁরা ভয় পায়, কেঁপে ওঠে,
মুখ লুকিয়ে কাঁদতে থাকে
প্রতি বিজয় দামা মার উদ্দাম কম্পনের সাথে।


শুভ্রের রুম,
সাদা ধোঁয়ার কাফন সদৃশ
স্বপ্নপুরীর স্বর্গলোক তৈরি করে।
সেই রাজপুরীর একচ্ছত্র  আধিপত্য শুধু  তার।
সেখানে রাত নামে না,
সেখানে বৃষ্টি হয় না,
সেখানে  যুদ্ধ-বিগ্রহ হয় না,
হানাহানি হিংস্রতা নেই।
সেখানে শুধুই  তন্দ্রাচ্ছন্ন বিকেল,
শান্তি আর নীরবতার এক নতুন বাংলা।


এই প্রশান্তি যেন পিতা মাতার
হৃদয়ের আদালতে -
এক ফাঁসির রিট।