এফএম রেডিওতে  গল্প হবে!
কোনো দেশের বিচ্ছেদের
হেরে যাওয়া হৃদয়ের গ্লানির!
যুদ্ধাহত সৈন্যের আত্নসমর্পণের
রাজনৈতিক স্যাঁতস্যাঁতে স্নায়ুযুদ্ধের!
শান্তির পতাকা পুড়ানোর
বীরত্বের গাঁথা।


কেউ আত্মজীবনী বলবে,
নিজের ধর্ম মুকুটে;
কলঙ্কের দাগের ।
অভিশাপের দালানে
সত্যের আলোকসজ্জার।
মাটির তৈরি সভ্যতার
মাটিকে ভূলে যাওয়া।
কংক্রিটের শহরে
নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা।


কেউ শুনবে না,
সেই উপখ্যান!
কথক ঠাকুর একাই কথা বলবে,
পাশে নিশ্চুপ হয়ে
থাকবে বসে ইদ্রিস।
নেই কোনো আফসোস!
নেই কোনো আগ্রহ!
সে তো রোজকার মতোই
দায়িত্ব চুকিয়ে ;বাড়ি ফেরার অপেক্ষায়।
কাস্টমাইজড করা কিছু প্রশ্ন
ঠোঁটের উপরে রেখে,
চোখ খুলে ঘুমিয়ে পরবে ইদ্রিস।
কথক অনর্গল কথা বলবে,
একসময় ঘড়ির সময় দেউলিয়া হবে।
শেষ হবে জমকালো লোকদেখানো আয়োজন পর্ব।