জীবিত লাশ পচে না
থাকে না তাদের উৎকট গন্ধ,
নাগরিক শ্মশানে জীবিত লাশ
কালক্রমে  করে বিস্তার।


শূণ্য অনুভূতির মানব
যেন একদল জীবিত লাশ।
কাল ভৈরবের ন্যায় করে নৃত্য
কলির নাগরিক শ্মশানে।
অনুভূতিগুলোর চিৎকার
ডুমুরর মতো বাজে।
ঐ সব নর্তকের পদধ্বনি
দায়িত্বের সাজে।


লাশের দেহ রক্তশূণ্য
মায়ার অস্থিতে ফাঁস ঝুলিয়ে,
বর্ণহীন -ফ্যাকাশে চেনা মুখ
যেন বীভৎস অচেনা  লাগে।

মাদকতা ছড়ায় চারিপাশ
আর্তনাদগুলো বাজে শঙ্খনাদে,
কাহিনীগুলো জাগে মন্ত্রে
পুঁথিবদ্ধ  হয় শ্মশান দেয়ালে।


শ্মশানে বলিদান হয় রক্তজবার
কলির মাহাত্ম্য পূর্ণতা পায়
প্রতি সূর্যোদয়ের রক্ত স্নানে।


কিছু জীবিত লাশ পচে
ধারণ করে নশ্বর কবজ।
ফাঁসির দড়ি ছিড়ে
অমৃতের পায় খোঁজ।


নতুন স্রষ্টা জেগে ওঠে!
রক্ত জবার হাত ধরে।
কলির মাহাত্ম্য লুণ্ঠিত
এ নাগরিক শ্মশানে।