ব্যস্ত শহরে হারিয়ে যাবো
হারিয়ে যাবো অনেক দূরে।
চেনা পথ, চেনা ট্রাফিক
হঠাৎ করেই বদলে যাবে।
চোখ খুললে নজর পড়তো
চেনা ঘর, চেনা বারান্দা
আজ সব বদলে গেছে
অভিশপ্ত শকুনের অভিশাপে।


শহরের ভৌগোলিক  সংস্করণে
পৌরাণিক সত্য  উঠেছে ফুটে।
ভোরের ভৌতিক স্বপ্ন
বাস্তবতার রঙ পেয়েছে।


পরিচিত চেহারা হারিয়ে যাবে
মুছে যাবে ক্ষণিকের অনুভূতি।
কবিতাগুলো জমাট বাঁধবে
বেদনার ডাস্টবিনে উচ্ছিষ্টাংশ হয়ে।


অব্যক্ত কথার  মৃত্যু  হবে
ধ্বংস হবে নশ্বর প্রতিজ্ঞা।
স্রষ্টার হবে পুনর্জন্ম
জন্ম নিবে শুদ্ধ আত্মা।


আগুনে পুড়ে ছাই হবে
মিশে যাবে মাটিতে।
দিবাস্বপ্ন বাক্সবন্দী হবে
খুলে যাবে নিষ্ঠুর খাঁচা।