আমার বিধ্বস্ত নগরীতে এসো না,
এসো না কোনো ফুলের তোড়া নিয়ে।


অভিশাপের বর্ষণে ,
এখানে শুধু চিতা জ্বলে
ছাই হয়ে মিলিয়ে যায় কবরে।
কফিন বন্দি হয় প্রতিনিয়ত প্রিয়জন
অনুভূতি গুলো শুধু ঘোরে ভূতুড়ে হয়ে।


এখানে শুধু শুধু
বৃষ্টিতে কান্না ঝরে
মেঘেতে জমে ক্ষোভ।
দালানের গায়ে আছড়ে পড়ে
কামানের গোলাবারুদ।


এসো না তুমি
বারণ শুনে ভুলে যাও
পৃথিবীতে অলীক নগর আছে।


দালানের সংখ্যা বেড়েছে
কমেছে স্বজনের খোঁজ!
দুএক ছাড়া সবাই
এখন নিখোঁজ।


ব্যাধি হলো আমার
মৃত্যু এলো দোরে
সবাই তখনও
নাকে তেল দিয়ে ঘুমিয়ে।


আজরাইল হতবিহ্বল
শহরের মনুষ্যত্বে!
তাই উনি বারণ করেছে
সুস্থ মানবতার অনুপ্রবেশে।


এসো না তুমি এখানে!
ভুলে যাও তুমি,
পৃথিবীতে অলীক নগর আছে।