রঙ্গিলা চশমা চোখে তে
আমি সাজি শুধু ভন্ড যে।


তার কথা আর কই না
ভালোবাসে কি না ; জানি না
ভুলে গেছি যে বলি না তা
সে ভালো অভিনেতা।


চিনে না আজ সে!
ভুলে গেছে পিছু ডাক।
হয়তো ভুল কিছুটা আমার ; কিছুটা তার
তবুও সমাধান আজও আসে না।


রক্তিম চোখে ভয় হয় না
কবিতা গুলোর ছন্দ থাকে না
আঁধারের নাশকতা আর টানে না
বৃষ্টির আগমনে মন ভাঙ্গে না।


সন্ধ্যার আলোতে মায়া লাগে না
টিএসসির কফিচা ভালো লাগে না
ভেলপুরি ফুচকা আর খাই না
দই মিষ্টিতে রুচি টানে না।


বিরিয়ানির গন্ধ নাকে লাগে না
সিগারেটের ধোঁয়া আর ওঠে না
চুমুকে চুমুকে চা আর খাই না
গল্প আড্ডায় আর থাকি না।


গোধূলির আকাশে চাঁদ উঠে না
শুকতারা গুলো আর জাগে না
সকালে দক্ষিণা বাতাস আর বয় না
পাখিরা  প্রকৃতিতে আর ডাকে না।


শুধু শুধু সূর্যটায় শুধু জ্বলে
উত্তপ্ত আগুনে শুধু পোড়ে!
ভিতরে প্রাণ নেয় সব শুষে
অস্তিত্বকে বিলীন করে
সে নিজেকে খোঁজে!


মরণে কি পাপ আছে!
নরকে কি সুখ থাকে!
হাসিতে কি কান্না বাজে!
কান ফেটে কি রক্ত পড়ে!


নীড়ে ফিরে কি তাঁকে ভাবে
ভুলে গেলোও কি দোয়াতে থাকে
নিজে  থেকে কি ভন্ড সাজে
শেষ হয়ে ও কি অপেক্ষা করে।


জানি, আমার সে নয়!
গোলকধাঁধায় ঘুরে ফিরে
পার্শ্ব চরিত্র  সে হয়!