যাদের বিশ্বাসে যুদ্ধ করেছি
অতঃপর তাদের শক্তিতে স্বাধীনতা এসেছে।
আমি কি তাদের ভুলতে পারি!
তাদের পরিকল্পনায়, আমি
আবার স্বদেশে ফিরেছি;
নতুন বাংলার সূর্যোদয় দেখেছি,
আমার পরিবার সন্তানকে দেখেছি।
আমি কি তাদের ভুলতে পারি!


আমার সিদ্ধান্তে যারা বিশ্বাস করেছে
একসাথে সংঘবদ্ধ হয়ে খাদ্য সমস্যা মিটিয়েছে,
পুনরায় সব জোট ভেঙে এক বাকশাল গড়ছে;
দেশকে নতুন রঙে ভরে তুলেছে।
আমি কি তাদের ভুলতে পারি!


যাদের কুটনৈতিক প্রচেষ্টায়
মিত্রবাহিনী ফিরেছে নিজ দেশে,
বিশ্ব দরবারে তুলে ধরেছে বাংলাকে ;
স্বীকৃতি অর্জনে আর আর্থিক সহায়তায়;
যাদের ভূমিকা অনবদ্য।
আমি কি তাদের ভুলতে পারি!


আমি কি ভুলতে পারি?
আমার বিশ্বাস আর স্বপ্ন ভাঙ্গার কথা
আমার মৃত্যু আর বংশনাশের কথা
আমি কি ভুলতে পারি সেদিনের
রক্তাক্ত জামালের মুখটা!
দশ বছর বয়সী রাসেলের চিৎকারটা!
আর রেণুর শেষ দীর্ঘশ্বাসটা।
বারুদের গন্ধে দমবন্ধ হওয়া
পরিকল্পিত মৃত্যুর কথা।
আমি কি ভুলতে পারি?
হাচু আর রেহেনার মনস্তাত্ত্বিক
ভেঙে পরার কথা।


তবুও কষ্ট নেই ক্ষতে
রক্তের দাগ  চোখে ভাসে ;
আমার মৃত্যু দিবসে কিছু মানুষ হলেও কাঁদে।