সম্মান তো দেশে নেই!
থেকে কী লাভ?


আমিও দেশকে ভালোবাসি।
তবে এখানে নেই  সম্মান!
শুধু ভালোবাসা আর প্রতিদানে
মৃত্যুর আহ্বান।


জীবন তো একটাই,
আল্লাহর দেওয়া দান।
কেনো মিছে মিছে থাকব,
যেখানে নেই কোনো দাম।
উপরি সম্মান সে তো,
দুর্নীতিতেও আসে ।
আমার সাথে তাদের কিবা তফাৎ?
তারা সম্মানীয়, আমিও তাই!


তবুও তাদের কথা না শুনলে
পরিবার ভয় পায়!
ভয় পায় আমার অর্ধাঙ্গিনীও!


প্রতি রাতেই বলে -
তাদের কাজে বাধা দিও না গো!
আমার তীঘ্ন দৃষ্টি বোঝা মাত্রই,
আবারও বলে -
নিজ পরিবার ভালোবাসো প্রথমে,
তারপর ভালোবাসো দেশ।
পরিবার না থাকলে,
কই যাবে তোমার সুখের বেশ?


ভাবলাম, বুঝালাম অনেক কিছু!
ছোটকালের প্রতিজ্ঞার বেঁচে থাকা অসম্ভব ।


সম্ভব নয়!
পারিবারিক সুখ আর দেশপ্রেম একসাথে।
তাই প্রকৌশলী  সারোয়ার হোসেন
নামের সামনে পিছনে
রেমিট্যান্স সৈনিক  নামটা বেশ মানান লাগে ।