সময় অতিক্রান্ত সবুজের প্রাদুর্ভাব
রাস্তার মোড়ে নেই  ছায়াচ্ছন্ন যাত্রীর ব্যস্ততা
অভুক্ত কুকুরের নেই কোনো আর্তনাদ।


শেষ রাতের,
আফজ্বাল মিঞার চায়ের দোকান টাও বন্ধ
মসজিদ মন্দিরগুলো তালাবদ্ধ।
নেই কোনো সাধারণ জীবের বিচরণ
ঘুম ঘুম নাশকতার বিস্তার
রাতকে করেছে আরও আধার।


নৈশ ভোজের সময় ফুরিয়ে যায়
ক্ষুধার তীব্রতারা  উৎসাহ পায়
বিলাসবহুল জীবনের ধূসরতা বাড়ায়।


ট্রাফিকের ঘুম ধরে নীরবতা দেখে
ভূত চতুর্দশী ঝড়ো রাত্রিতে মায়া লাগে
অস্ট্রিয়ার চিবুকের দিকে তাকিয়ে ।


তাঁর আত্মা অমরত্ব কেন লাভ করেছে?
কেন আমার সাথেই থেকে গেছে অশরীরীয় সম্পর্কে?
প্রতি রাতেই তার চিত্রপট আমাকে কেন আদর করে!


দিন দিন গাঢ়ত্ব পাচ্ছে তার বেগুনি জলছাপের শাড়ি
যেটা পড়েছিল শেষ রাতে ; অমরত্ব পাওয়ার পূর্বে।


আমি হারিয়ে যাচ্ছি তার বেলীফুলের  মায়ায়
যেটা তার খোঁপায় এখনও।
কি সুগন্ধ তার!


আমি তার উষ্ণ নীরবতায় অভ্যস্ত
তার মৃত লাশের সাথে আমার সখ্যতা
আজ নতুন রং পেয়েছে।
পেয়েছে চিরজীবী হওয়ার বরদান!


আমি তার শরীরের কামুকতা চাই না।
আমি তার প্রশস্ত যোনি চাই না
চাই না তার সামাজিকতা!
শুধু চাই তার পচে যাওয়া শরীরের গলন!
চাই উৎকট মাদকতা।


বিস্তর আলাপ আজও আসক্ত করে
রক্তশূণ্য ফ্যাকাসে মুখটি ভালো লাগে।
শিউলিতলায় পরে থাকি অস্ট্রিয়ার সাথে
কোনো আদি ভৌতিক গান  শুনতে।


মৃত উপন্যাসের চিত্ররূপ সংস্করণ হবে
নতুন কোনো রক্ত ছাপে।