সঙ্করত্ব আমার অস্থিমজ্জায়
গেঁথে আছে আজও,
মৃত্যু অবধি থাকবে এ অমৃত সত্য।


আমার পৃষ্ঠপোষকতায় তা পরবর্তী থাকবে ;
তবে স্বীকার করা আর স্বীকৃতি দেওয়া
তোমাদের একান্ত ব্যক্তিগত।


আমি তো আর আন্দোলন করতে পারি না
অথবা তোমাদের দূরে ঠেলতে পারি না।
আমি শুধু আংশিক কর্মকেই
শুধু পারি উপস্থাপন করতে।
জোরপূর্বক কোনো উপরি চাপের
আমি পক্ষোপাতি না একদম।
আমি বিশ্বাস করি শুধু তোমাদের আস্থাকে,
তোমাদের কর্মসূচিকে, তোমাদের সিদ্ধান্তকে।
আমার আমিত্ব-
তোমাদের অংশীদারিত্বে, তোমাদের কৃতিত্বে।


আমি বক্তার ভূমিকায় আজ
অতীত বাস্তবে,
ডুবমান ডিঙ্গি নৌকা।
শ্রোতা হয়ে দর্শক সারিতে বসে
অপেক্ষারত  এক হোমোস্যাপিয়েন্স মাত্র।


স্বাধীনতার রূপকে তোমারও শরিক হয়েও
আর বিদায়ী আত্মার শান্তি কামনায়,
একবার  কেঁদেও আল্লাহর কাছে।