এ যেন এক বিস্তর শহর,
চারিদিকে শুধুই যান্ত্রিকতার বহর;
কষ্ট আমায় বলল চুপিচুপি,
নিরবতা আজ হচ্ছে বহুরূপী।
উদাসীনতা বাড়ছে ধীরে ধীরে,
হারাচ্ছি যে আজ নিস্তব্ধতার ভীড়ে।
অশ্রু যে আজ বইছে অবিরল,
দুঃখরা আজ করছে টলমল।
শত আশা দিচ্ছে যে আজ উঁকি,
নিচ্ছে যে সে মৃত্যুসম ঝুঁকি।
বিষাদ নদী হচ্ছে আরও গভীর,
অস্ফুটতায় হচ্ছে যে মন অধীর।
আমিও আছি তারই মাঝে,
তোমার সকাল সন্ধ্যা সাঁঝে।
ভুলো না যেন আমায় তুমি,
আমায় খোজে বিশ্বভূমি।
থাকব তোমার কষ্ট হয়ে,
একা না হয়ে পড়, শুধু এই ভয়ে।