এ যেন এক বিষাদপূর্ন দ্বাদশীর দিন,
তোমায় একটা কথা বলার ছিল- ছন্দহীন।
দিন চলে যায় আবার যে দিন আসে...
মেঘমালা যেন ঘুরে-ফেরে বাতাসে;
সাঁঝবেলাতে বাজায় রাখাল বাঁশি,
গর্জে যে ওঠে আবেগী মন সর্বনাশি।
প্রভাতের আছে শত আলোক রাশি;
গোধূলিও আজ হাসছে সুখের হাসি।
তবু যেন কোথায় এক টুকরো বেদনার জল,
আঁখিকোণ থেকে ঝড়লো টলমল।
ওগো ভিনদেশী যাচ্ছ কোথায় চলে...
একটিবার কি যাবে না আমায় বলে!!
রাতের আঁধারে কাঁদছি যে আমি একা,
জোৎস্না যে আজ বড়ই নিঠুর, দিচ্ছে না তো দেখা।
আমি কি তবে একাই রব? কাঁদব একা চিরকাল!!
ওগো মোর একাকিত্ব, এবার একটু খোজ না অন্তরাল।
দাও না আমায় মুক্তি এবার, হতে চাই আমি মুক্ত;
হোক না এবার জীবনে আমার কেউবা আপন যুক্ত।