আরো একটিবার বসবে কি আমার পাশে?
চিরচেনা সেই রেস্তোরাঁয়, অথবা সবুজ ঘাসে?
আরো একটিবার ধরবে কি আমার হাত?
হোক না হয় বিকেল এবার, অথবা সন্ধ্যা-রাত।
হাটব শুধুই অজানার পথে, তোমার হাতটি ধরে;
তোমার আঁখির মায়াজালে, আসবে হৃদয় ভড়ে।
পথের ধারে বসব দু’জন, কাটাব বহু সময়;
তোমায় শুধু বলব আমি, আমার জগৎ তুমিময়।
নদীর পাড়ে বসব মোরা, হাটব নদীর কুলে;
অভিমানগুলো মুছে যাবে সব, দু’নয়নের জলে।
দূর আঁকাশের চন্দ্রালোক, পড়বে ভু-মন্ডলে;
পৃথিবির সব কষ্টগুলো, সবই যাবে ঢলে।
চাঁদের আলোয় মুখটি তোমার, দেখব অবিরত;
বারবার তাই মুগ্ধ হব, হব যে অভিভূত।
হয়ত এসকল কল্পনাই, বাস্তব নয় বটে;
তবু যে তা আশা জাগায়, হৃদয়ের ছায়ানটে।