ঐ যে দেখ আবার এলো মন খারাপের রাত,
হাসি খুশি আর আনন্দঘন দিনের অবসাদ।
আঁধার কালো রাত্রি আমায় বুঝিয়েছে আমি একা,
অনেক না দেখা স্মৃতির পাতাও দেয়নি আমায় দেখা।
বুকের ভেতর জমছে যে আজ কত অভিমান,
কত শত মায়ার বানী, মায়ায় ভরা প্রান;
ভিষন মায়ায় আসক্ত আমি, হারিয়েছি মায়ার ভিড়ে;
কেউ ছিল না আমার পাশে, জীবন নদীর তীরে।
চাই না আমি রোদ্দুরটুকু, চাই থাকুক এ আঁধার;
থাকুক চিরতরে কান্নাটুকু, কাঁদব বারেবার।