আবার আসিলাম ফিরে
এই বাংলায় ধান-সিড়িটির তীরে
মানুষ নয়,পাখি হয়ে
শালিখের বেশে ।


আলেয়ার পিছে ছুটে কেটে গেল দিন
পারিনি নিজেকে করিতে মোহ-বন্ধনহীন
তাইতো পাইনি নির্বাণ
আজ কেঁদে ওঠে প্রাণ,
বৃথাই মানব জনম করিনু হ্ময়
কে জানে এ ভুলের প্রায়শ্চিত্য
কয় জনমে হয় ?


হয়ত পূর্ণ হবে না সাধ,মিটবে না আশা
লীন হয়ে যাবে ধরা,
তবু আজ তোমাদের তরে এটুকুই বলি
যে পথে করেছ গমন তা ঠিক কিনা
একবার ভেবে দেখেছ কি ?