সুখ কি থাকে ঐ দেয়াল ঘেরা প্রাসাদে ?
যদি নাই থাকে তবে কেন সবে
অর্থ-বিত্তের পিছু ছুটে ?


বিসর্জন দিয়ে সব সত্য
কেন তবে মানুষ করে নিত্য
বিত্ত লাভের পায়তারা
অর্থ দিয়ে যদি সুখ নাই যায় ধরা-
যদি নাই যায়
সুখের তাজমহল গড়া।


করিতে সুখের খোঁজ
কত সহস্র জনতা রোজ
সূর্যোদয় থেকে সূর্যাস্ত
কত ব্যস্ত।


তবু কতজন
ছুটেও জনমভর
পায়না সুখের খোঁজ
আমি দেখেছি শ্রমিকের ঘরে
গ্রীষ্ম কিংবা বর্ষা শরতে
সুখ উঁকি দেয় রোজ।


সিন্ধুসম চাওয়া তোমাদের
বিন্দুসম পাওয়া
জনমভর তোমরা কর যে তাই
সুখের পেছনে ধাওয়া।


তোমরা বল শ্রমিক অভাবী
শ্রমিকের অভাব কম
তোমাদের অভাব অনেক বেশি
তাই ফেলতে পার না দম।


চাওয়াটাকে কমিয়ে আনো
দেখবে অনেক পাওয়া
জীবনজুড়ে বইবে তখন
সুখের দহ্মিণ হাওয়া।