তখন রাত্রি দ্বিপ্রহর
চারিদিকে শুনশান নীরবতা
যেন সবই নিথর ।


বসে আছি খোলা আকাশের নীচে
কক্সবাজার সী বীচে
জোছনা রাতের প্রতিচ্ছবি সাগরের বুকে
এমনটি আর কখনো দেখি নাই দুচোখে ।


হঠাৎ পড়িল চোখে
সাগরের কূলে
নাকি দেখিলাম মনের ভুলে
কে যেন হেঁটে যায়
বকুলের মালা খোপায়
চায় থেকে থেকে ।


কাছে আসে না দূর থেকে
ডাকে ইশারায়
ইচ্ছে করে ছুটে যেতে
মন বড় দ্বিধায় ।


সে কি মানবী না পরী
নাকি মায়াবিনী
জানি না আমি
শুধু ভাললাগার অনুভূতিটুকু
যেতে চাই ব্যক্ত করি
কারণ আমি যে কবি ।