যেন এক রহস্যময় পাখি আমার মন,
আর ঐ পাখিটি উড়তে চায় দূরদূরান্তে সারাক্ষণ।


মাঝে মাঝে অনেক অন্তরায় এসে দাঁড়ায় স্বাধীন পাখিটির মুক্ত আকাশে,
কিন্তু সব বাধা দূর হয় তার পাখা ঝাপটানিতে।


খাঁচায় বন্দি কোনো পাখি নয় আমার মন,
এটি মুক্ত, স্বাধীন, সকল রাজ্যে এর অবাধ বিচরণ।


কখনো কোকিলের বেশে এই পাখি আগমন করে বসন্তে,
কখনোবা শীতে 'আমার মন' নামক পাখিটি দেখা দেয় অতিথি পাখি রূপে।


এই বহুরূপী পাখিটি শুধু উড়ে যায়,
একেক সময় পাখিটিকে একেক রঙে দেখা যায়।