আশ্বিনের মিষ্টি স্নিগ্ধ হাওয়া,
আবারও নিসর্গকে করছে মাতোয়ারা।


শিশির ভেজা সকালে শিউলির মেলা বসতে শুরু করেছে,
শেফালির মধুর গন্ধে চারদিক ভরে ওঠছে।


নীল আকাশে দেখা যায় সাদা মেঘের খেলা,
ভূতলে দেখা যায় আনন্দ করছে বকুল, কামিনী, মাধবী, গোলাপ আর মল্লিকা।


বিলে-ঝিলে দেখা যায় শাপলার রাজত্ব,
নদীর তীর আজ শ্বেতশুভ্র কাশফুল দ্বারা সজ্জিত।


সৌন্দর্যে বিভোর কবি আজ বারংবার তার ছন্দ হারিয়ে ফেলছে,
আজ কবিমন চারদিকে শুধু মুগ্ধ চোখে প্রকৃতি দেখছে।