রাত যত গভীর হয়, নীরবতা তত বাড়ে,
জানা-অজানা স্বপ্ন সব মাথায় দানা বাঁধে।


কখনো পুরনো স্মৃতি অন্তরে জেগে ওঠে,
বারবার ইচ্ছে হয় সোনালি অতীতে ফিরে যেতে।


কখনোবা স্মৃতিকাতরতা মনকে বিষন্ন করে,
সেই বিষন্নতা দূর হয় ভবিষ্যতের রঙ্গিন স্বপ্নে।


নিস্তব্ধ এই রাত ভাবনার জগতের বিশালতা উন্মোচন করে,
নতুন স্বপ্ন, নতুন চিন্তা অন্তরকে সমৃদ্ধ করে।


নিস্তব্ধতা যত বাড়ে, ভাবনার জগৎ তত সমৃদ্ধ হয়,
একসময় নিস্তব্ধ রাত পেরিয়ে পাখির কলকাকলির তালে তালে ভোর হয়।