আহ! কতো আরামে, কম্বল মুড়িয়ে শুয়ে আছি বিছানাতে,
আর পথের ঐ শীতার্ত শিশুটি শীতের অত্যাচারে মরছে ধুকে ধুকে।


দেখেও যেন কেউ তাকে দেখে না, তার আর্তনাদ শুনেও কেউ শুনে না,
কারণ সেতো পথ শিশু, ভিখারির বাচ্চা!


কখনো কেউ আবার ঠাণ্ডা পানি ঢেলে দেয় তার গায়ে,
শিশুটি সব সয়ে যায় নীরবে।


শেষে যখন শীত অসহ্য হয়ে ওঠে,
সে ছেড়ে যায় এই কঠিন পৃথিবীকে।


আমাদের কি কিছুই করার ছিলনা ঐ অসহায় শিশুটির জন্য!
আমরা কি তাকে করতে পারতাম না সামান্য সাহায্য!
মনে জাগে এমন হাজারো প্রশ্ন।