এতটাই বিক্ষিপ্ত হয়ে গেছি
এধারে ওধারে ছড়িয়ে থাকা মেধা
অনায়াসেই আকর্ষণ করে খাদের গভীরে


এতটাই ভঙ্গুর হয়ে গেছি
ক্ষুধা, ঘাম, যন্ত্রণা মুছে ফেলে
প্রস্তাবিত মিলনে শবদেহের গন্ধ পাই


এতটাই দূর্বল হয়ে গেছি
বহুদিন থেকে প্রতিবাদ করার ইচ্ছায়
রাত্রি নির্ঘুম কেটে যায় জাগতিক স্বপ্নে


এতটাই নিঃসম্বল হয়ে গেছি
মাতৃক্রোড়ে শিশু দেখলে চোখ বুজে ফেলি
অজানা গ্রহের রক্তাক্ত প্রান্তরে বড় একা


অথচ কি বিপরীত ভাবে হাওয়া ওঠে রোজ
ঐ হাওয়াতে গা ভাসিয়ে
আমিও উড়তে চাই
এতটাই নিঃস্ফলা হয়ে গেছি।