নিজেকে বোকাবোকা দেখানোর অসুখ
অবশেষে সারাতে পেরেছি,
যদিও অনেক অসুখ রয়েছে শরীরে,
আনন্দে প্রাণখোলা হাসি, দুঃখে চোখের জল
সহজেই চলে আসে – আটকে থাকেনা।


এসবও সারাতে চাই, শিখে নিতে চাই-
বর্ষায় ভেজার ইচ্ছা চাপা দেওয়া রেনকোট
অথবা পরিশ্রমী ঘাম ঢাকা ডিওর ব্যবহার।
শিখে নিতে চাই – ফেসবুকে লগইন
ইন্টারনেটে গভীর থেকে গভীরতর অসুখ।


দুই কানে হেডফোন- স্বর্গীয় নিস্তব্ধতায়
সহযাত্রীর কথা শুনতে পাইনা আর।
রুটিন মদ্যপানের পরে ইংরাজী গালাগালি,
ক্রমাগত যুবতীদের চরিত্রের কাঁটাছেড়া
আর রাতে স্ত্রীর সাথে বিছানায় নীল আলো-
এই সব সাধারণ হয়ে গেলে ধীরে ধীরে
শুকনো স্তন, অভুক্ত শিশু, ডাস্টবিন- সবকিছু
শিল্প হয়ে ওঠে – পিকাসোর মাস্টার পিস।


আর এতসব কিছু-
এক সফল জীবন শুরু করার প্রারম্ভিক প্রস্তুতি।