ওপার বাংলার পাঠক, কামদুনি গ্রামের নাম কি আপনাদের কাছেও পৌঁছেছে? বারাসতের কাছেই এই গ্রামে কিছুদিন আগেই ডিরজিও কলেজে পাঠরত একটি মেয়েকে ধর্ষণের পর খুন এবং খুনের পর  ধর্ষণ করে কিছু নরাধম। কিন্তু কামদুনি এই ঘটনার জন্য বিখ্যাত হয় নি। বিখ্যাত হয়েছে এর পরে সেখানে জন্ম নেয়া আশ্চর্য্য প্রতিবাদের জন্য। রাষ্ট্রের চোখে চোখ রেখে এগিয়ে এসেছে গৃহ বধুরা। বর্তমানে নানা মহলের চাপে তাদের আন্দোলন কিছুটা এলোমেলো। আসুন এই কঠিন সময়ে আমরা সকলে তাদের পাশে দাড়াই। আজ প্রথম প্রচেষ্টা।


'পুনর্জন্ম'


বেঁচে ওঠো বন্দিতা অ্যাসিডের ক্ষত নিয়ে
বেঁচে ওঠো রমা গলা থেকে খুলে ফেলে ফাঁস
বেঁচে ওঠো সুস্মিতা বুলেট শরীরে নিয়ে
বেঁচে ওঠো মিঠু, বাণী, রেবা, রূপা, ফুলদি
বেঁচে ওঠো আঁস্তাকুড়ে ছুঁড়েফেলা ভ্রূণ
বেঁচে ওঠো ধর্ষিতা মেয়ে
যতটা অভিমান নিয়ে চলে গেছ, তার চেয়ে বেশি
ভালবাসা নিয়ে বেঁচে ওঠো আরো একবার
বেঁচে ওঠো অনন্ত মিছিলের কোরাস
বেঁচে ওঠো সকল পুরুষ- শেষ পৌরুষে।