শেষ বিকেলের আলো
ক্রমশ লাবণ্যময়ী হয়ে ওঠে,
কিছুটা ধোঁয়াশা নিয়ে
আগুণের শিখা আমার আঙুল পুড়ালো
শারীরের শিহরণ মাটিতে জুড়ালো
মাটির সবুজ ঘাস বশ্যতা জানে ।


সমস্ত অতীত অন্য এক জীবনের মতো
এই মুহূর্ত থেকে বহুদূরে থাকে,
কনে দেখা আলোতে ভালবাসা বদলায়
পরবর্তী আঁধারের মতো চুলের আঘ্রাণ
কামিনী ফুলের গায়ে লেগে থাকে ।


আলো অন্ধকারের অস্পষ্ট অক্ষরে
অনন্ত সৌন্দর্যের নিমন্ত্রণের চিঠি হাতে
প্রতীক্ষাই আপাতত আমার একক জীবন ।
(১৩/১০/২০১৩)