হুঁশিয়ার –
এক আনন্ত মানুষ জেগে আছে,
কাম, ক্রোধ, লোভ, মোহ হীন।
তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখছে।


এভারেস্টের চুড়া থেকে শহরের পাতিতালয়ে
আনন্ত মানুষের অবাধ যাতায়াত।
তার কোনো পিতা মাতা নেই,
জন্ম নেই, মৃত্যু নেই, সিমাবব্ধতা নেই,
ক্ষুধা নেই, দুঃখ নেই, অহং বোধ নেই,
ঘর নেই, দেশ নেই, মানচিত্র সে কখনো মানেনি।
গভীর রাত্রে পাহারাদারের মতো
গহীন অরণ্য থেকে শয়নকক্ষে
ভয়- ভীতিহীন হেঁটে চলে আনন্ত পথ।


হুঁশিয়ার
কাদাজলে হাত ধুতে গেলে,
হয়তো তুমিই সেই আনন্ত মানুষ।
(১২/১০/২০১৩)