এসেলারের নির্ভূল শাটার স্পিডে
কঙ্কালসার বৃদ্ধের ছবি প্রদর্শনীর উত্তর দেয়ালে,
নামকরন- ‘মরণের প্রতিক্ষায়’।


বৃদ্ধের শূন্য দৃষ্টি, পাঁজরের হাড়ে
ফুটেওঠা ক্ষুধা- সমস্ত শৈল্পিক সুষমাসহ
দর্শকের হাড় হিম করে দেয়।
তোবড়ানো থালায় পাঁচটি কয়েন,
পাঁচটাকায় একবেলার ভাত হয়- এই অকালের বাজারে?
প্রশ্নরা ক্রমশ দর্শককে অভিভূত করে।
বৃদ্ধের বুকের দূর্বল খাঁচা থেকে
জীবানু ছড়িয়ে পড়ে প্রদর্শনীর বাতাসে।
প্রত্যেকে প্রত্যক্ষ করে বিলাসিতাহীন
এক করুণাময় মৃত্যু।


সেই বৃদ্ধ তখন নীরবতা থেকে অনেক দূরে
দমদম আন্ডারপাসে দাঁড়িয়ে
দ্রুত বিড়িতে শেষ টান দেয়।
প্লাটফর্মে বনগাঁ লোকাল ঢুকছে।
(২৬/২/২০১৩)