আমিতো মরে গেছি বহু আগে,
যেদিন চোখের সামনে একাধিক পশু
খুবলিয়ে খেল শৈশবের মৃতদেহ।


ট্রেনের কামরায় মেয়েটির আত্মচিৎকার
ব্রীজের তলায় অনাহারী জীবন যাপন
আমার মৃত্যুকে আরো নিশ্চিত করে দেয়।


নেই আমি প্রাগৈতিহাসিক গ্রামে
মৃত নারীদেহ নিয়ে পৈশাচিক উল্লাসে,
অথবা শহরের ব্যস্ত রাস্তায়
রক্তস্নাত পথচারীর শেষ নিশ্বাসে।


আমার শব বহন করে প্রত্যহ চলেছি
লোকাল ট্রেনে- এক নিশ্চয়তার সন্ধানে,
আমার মত আরো বহু শব- হাজার হাজার
স্টেশনে, দোকানে- বাজারে, অফিস পাড়ায়
ভিড় করে একসুরে কথা বলে
এক মত, এক পথ, এক অধোগতি।


জীবিত মানুষ বিরলতম- তবু যারা
বেঁচে আছে মৃত্যুকে পদানত করে,
অথবা মৃত্যুর পরও স্বপ্নের প্রাণোচ্ছ্বলতায়,
অতৃপ্ত চেয়ে থাকি, অপলক-
আমিও তো মানুষ ছিলাম।
(৭/১০/২০১৩)