আঠা‌রো বছর ধ‌রে এভাবে ঠাই দা‌ড়ি‌য়ে,
‌যে মানুষগু‌লো আমায় রে‌খে চ‌লে গে‌ল,
সে থে‌কে অনাদ‌রে অব‌হেলায়।
আমার জীর্ণতার ছাপ গু‌লো একে একে,
বে‌ড়ি‌য়ে আস‌ছে অব‌লিলায়,
শীর্ন হ‌চ্ছে চামড়া আর বাহুমূল।
এরপরও ঠাই দা‌ড়ি‌য়ে জরাজীর্নতা নি‌য়ে।
তা‌দের অনেক জ্ঞা‌তিজন এলো গে‌লো,
আ‌মি যে সে  অনাদ‌রেই,
এর পরও ভাল লা‌গে য‌বে আ‌সে,
তা‌দের কেহ আমায় ঘি‌রে।
তখন হয়ত বল ফি‌রে পাই এ বাহুমূ‌লে,
বড় কর্তা গত হবার পর,
‌তোমরা সক‌লে আমায় রে‌খে চ‌লে গে‌লে,
ইট পাথ‌রে ঘেরা দূর শহ‌রের
এর পর থে‌কে আ‌মি একা নিঃসঙ্গ।


বড় রাঙ্গামা‌টিয়, সাভার
১৯ আশ্বিন ১৪২৬