আজ জলসা ঘরে নাচল কেরে উদাস নাচন;
এ মন নিল কেড়ে হেরে দেহের বাচন,
বিথিকা গেয়ে ঝুমুর পায়ে, যূথি মালিকা
গলে জড়ায়ে, নাচল কোন সে বালিকা।


আমায় দিল উজার করে নাঁচের যত গন্ধ ভরা,
সূরা পিয়ে হলাম আমি ছন্দে ছন্দে বাধন হারা।
এ মন আজ দেখল নাচন উদাস করা।
নাচল কেরে উদাস নাচন কোন সে কুমারিকা।


আমি আজ ছন্দ ছাড়া নাচের গন্ধ পিয়ে;
একলা আমি জলসা ঘরে তোমায় নিয়ে।
নাচ‌ো তুমি নাচ‌ো আরো, কর আমায় উদাস যত,
নাচ‌ো আরো ধুলিয়ে কায়া, তুমি কোন সে গনিকা।


১৬ পৌষ ১৪২২
বড় রাঙ্গামাটিয়া সাভার,