অর্থের তাপে গরম গায়ে, কাউকে আঘাত দিলে।
জানলেনা তখন নিজের উপর, কি অভিশাপ নিলে।
স্বার্থের জন্য যদি তোমার মনটা যায় গুড়ে।
দেখবে তখন প্রিয়জন সব যাবে তোমায় ছেড়ে।
স্বার্থের জন্য অর্থের পিছে গুড় বে তুমি কত আর।
স্বার্থ এবং অর্থ মিলে করবে তোমায় জানোয়ার।