আমি যদি হতে পারতাম
নীল আকাশের পাখি।
ডানা মেলে উড়ে যেতাম
তোমায় দিয়ে ফাঁকি।
ভোর বেলার পাখির মত
যদি আমি হতাম
তবে তোমায় আমার কণ্ঠে
মধুর গান শোনাতাম।
যদি আমি হতে পারতাম
প্রজাপতির মত
উড়ে উড়ে দেখতাম আমি
বাগানে ফুল যত।
পাখি হলে নীল আকাশের
উড়ে যেতাম দূরে।
উড়ে উড়ে যেতাম আমি।
দেশ হতে দেশান্তরে।
হলে আমি প্রজাপতি
থাকতো রঙ্গিন পাখা।
উড়ে উড়ে কাটাতাম প্রহর
ফুল বাগানে একা।
থাকতাম আমি চুপটি করে
ঝোপের ভিতর বসে।
সন্ধা হলে ফিরতাম ঘরে
একা একা শেষে।
যদি আমি হতাম কবি
সন্ধা বেলার পাখি।
উড়ে যেতাম বহু দূরে
দিয়ে তোমায় ফাঁকি।
উড়ে যেতাম তখন আমি
চাঁদের আলোর টানে।
সারা রাত্রি থাকতাম আমি
চাঁদ তারাদের শানে।
ভোরের পাখি হয়ে আমি
ফিরতাম আবার ঘরে।
চুপটি করে ঢুকতাম ঘরে
মায়ের ডরে ডরে।
ঘরের ভিতর ঢুকলে তখন
মা বলবেন রেগে।
তোর কথা ভেবে ভেবে
রাত রহিলাম জেগে।
তখন আমি বলবো মাকে
বলব হেসে হেসে।
পাখী হয়ে উড়ে ছিলাম
সুদূর নীল আকাশে।