আকাশের সীমানা যদি মাপা যেত।
আকাশে কত তারা যদি গুনা যেত।
তাহলে তুমি বুঝতে,
আমি তোমাকে ভালবাসি কত।
ওগো হৃদয় হীনা, তুমি কি জানোনা,
জীবন আমার তোমাকে ছাড়া,
যেন শূন্য মরু সাহারা।


সাগরের বুকে কত জল আছে।
কত ঢেউ উঠে দুলে দুলে,
একে একে ভীরে এসে সাগরের কূলে।
মনে রেখো বন্ধু, আমার এ প্রেম,
তেমন করে বইবে চিরকাল,
তোমার তরে।
ওগো হৃদয় হীনা, তুমি কি বুঝনা,
তোমাকে ছাড়া আমার কষ্ট এমন হয়,
পৃথিবীতে যত বড় ঐ হিমালয়।


হৃদয়ে আমার বইছে যেন প্রেমের যমুনা।
তার তীরে গড়বো আমি তাজমহলের নমুনা।
তুমি আমার হৃদয় রাণী মমতাজ,
আমি শাহজাহান।
তুমি আমায় কাঁদাও যদি,
ঝরাও চোখে জল।
চোখের জলে গড়ব আমি,
ব্যথার তাজমহল।