আসবে আবার আষাঢ় মাসের বাদল ঝরা এমনি দিন।
বাহিরে তখন ঝরবে বৃষ্টি, বাজবে মনে দুঃখের বীণ।
বাদল ঝরা এমনি দিনে,
এমনি দিনে কাছে এসে,
বসতে আমার কুল টি ঘেঁসে।
ভাববে বসে একা একা,
পাবেনা তো আমার দেখা,
বৃষ্টি শুধু ঝরবে
আমায় মনে পরবে।
বাদল ঝরা, আঁধার ঘেরা শ্রাবণের কালো রাতে।
আপন হয়ে হয়তো কেহ থাকবে তোমার সাথে।
শ্রাবণের কালো রাতে
বাহিরে তখন ঘার আঁধার
স্মৃতির সাগরে কাটবে সাঁতার
বাদল ঝরা এমনি রাতে
ছিলাম আমি তোমার সাথে।
তেমনি বৃষ্টি ঝরবে।
আমায় মনে পরবে।