বাংলা মায়ের বুকে অনেক
নদী আঁকা বাঁকা।
সাত সকালে হাজার পাখির
কিচিরমিচির ডাকা।
বাংলা মায়ের মাঠের মধ্যে
ফসল ফলায় চাষী।
তাইতো আমরা বাংলা মাকে
এতো ভালোবাসি।
বাংলা মায়ের বুকের মাঝে
ছোট মোদের ঘর।
বাংলা মায়ের সন্তান মোরা
কেউ কারো নয় পর।
বিলের মাঝে হাজার শাপলার
মুচকি মুচকি হাঁসি।
তাইতো আমরা বাংলা মাকে
এতো ভালোবাসি।