হাত বাড়ালে ই বন্ধু মিলে হাজারে হাজার।
এমন বন্ধু হয়না কেহ, আজীবন পাশে থাকার।
বন্ধু হবে, থাকবে পাশে সুখ ও দুঃখে,
বিষণ্ণতায় শান্তনা দেবে, টেনে নিবে বুকে।
মন খারাপে হাঁসাবে সে, দুঃখ ভোলাতে।
ব্যর্থ হলে শান্তনা দিবে হাত রেখে হাতে।
হুঁচট খেলে হাত বাড়িয়ে নিবে আমায় তুলে।
সুখে দুঃখে যে জন আমায় যাবে না ভুলে।
হও যদি কেউ এমন বন্ধু আমি তার জন্য,
জীবন দিতে ও করব না আমি কারপন্য।
আমি আর বন্ধু মিলে সারাটা দিন,
বন্ধুত্ব কে করে রাখবো হাঁসি খুশি রঙ্গীন।