দোষ দিওয়না তুমি দোষ দিওয়না।
তোমাকে কাঁদানো ছাড়া
আমার কোন উপায় ছিলনা।


জীবন আমার ব্যথার পাহাড়।
কি দাম আছে মিথ্যা আশার।
নেই কিছু আমার দুঃখ ছাড়া।
আমার কাছে সুখ পাবে না।
দোষ দিওয়না তুমি দোষ দিওয়না।
তোমাকে কাঁদানো ছাড়া
আমার কোন উপায় ছিলনা।


জীবন প্রদীপ আমার গেছে নিভে।
কি করে বল তা আলো দিবে।
কোন দিন তা আর জ্বলবেনা।
নিভে যাওয়া প্রদীপে জ্বালাতে এসোনা।
দোষ দিওয়না তুমি দোষ দিওয়না।
তোমাকে কাঁদানো ছাড়া
আমার কোন উপায় ছিলনা।


সব আশা রয়ে গেল আমার জীবনে।
তবুও ডাক এসেছে মিশে যেতে মরণে।
আশা গুলো মরে গেছে,
মিথ্যা আশা আর দিওয়না
দোষ দিওয়না তুমি দোষ দিওয়না।
তোমাকে কাঁদানো ছাড়া
আমার কোন উপায় ছিলনা।