কিছু কিছু প্রেম এমনি ত হয়,
স্বার্থের কাছে মানে পরাজয়।
দুটি হৃদয়কে কাছে টেনে,
বেঁধে দেয় প্রেমের বাঁধনে।
মনে মনে স্বপ্নের জাল বুনে,
কাছে পাবার প্রহর গুনে।
পবিত্র এই বাঁধনে
হঠাৎ দেখা দেয় ভাঙ্গনে,
দু-কূলে ছিটকে পরে দুটি হৃদয়,
কিছু কিছু প্রেম এমনি ত হয়
স্বার্থের কাছে মানে পরাজয়।


কিছু কিছু প্রেম এমনকি হয়
স্বার্থের কাছে মানে পরাজয়।
প্রেম কি তা তুমি শিখাইলে,
তুমি সুখের স্বপ্ন দেখালে।
ভালবাসার গোলাপ দিলে,
কাটা ছিল, দাওনি বলে।
সুবাস নিতে আঘাত পেলাম,
এই কি ছিল ভালোবাসার দাম,
স্বার্থের কাছে হলে বিক্রয়,
কিছু কিছু প্রেম এমনি ত হয়
স্বার্থের কাছে মানে পরাজয়।


কিছু কিছু প্রেম এমনি ত হয়,
স্বার্থের কাছে মানে পরাজয়।
ভুল কি শুধু ছিল আমার,
কিছু ভুল কি ছিলনা তোমার।
না করে অপরাধ চেয়েছি ক্ষমা,
করেনি ক্ষমা ও গো প্রিয়তমা।
মিথ্যা অভিযোগে দুষি করে,
আমাকে ছেড়ে চলে গেলে দূরে।
আবার কাছে ডাকতে, মনে লাগে ভয়।
কিছু কিছু প্রেম এমনি ত হয়
স্বার্থের কাছে মানে পরাজয়।


কিছু কিছু প্রেম এমনি ত হয়
স্বার্থের কাছে মানে পরাজয়।
ভেবে বলে আবুল কালাম,
এই জগতে নাই প্রেমের দাম।
টাকার কাছে সবকিছু মিছে,
লাভ কি গুড়ে প্রেমের পিছে,
শুধু শুধু জীবন হয় ছাই,
টাকা ছাড়া প্রেম নাই,
তোমার যদি টাকা থাকে,
প্রেম পাবে নিশ্চয়।
কিছু কিছু প্রেম এমনি ত হয়
স্বার্থের কাছে মানে পরাজয়।