পাখী ডাকার গান শুনে ,
সোনালী ভোরের আহ্বানে,
পূর্ব আকাশ লাল রাঙ্গিয়ে,
নির্ভয়ে মাথা তুলে,
খুলে দিল আলোর দ্বার
প্রভাতের ভাস্কর।
আনলো ডেকে নতুন আলো,
নতুন আশায় পথ দেখালো,
নব জোয়ার জাগলো মনে,
নতুন দিনের আহ্বানে
দূর করল সব রাত্রির অন্ধকার
প্রভাতের ভাস্কর।
নতুন জোয়ার গাছের শাখায়,
ফুল ফুটিল থোকায় থোকায়।
আসল প্রভাত কুসুম বাগে,
পুষ্প মুকুর উঠল জেগে।
খুলে দিল কুয়াশার চাদর
প্রভাতের ভাস্কর।
শিশির ভেজা দূর্বা ঘাসে
তার আলোতেই মুক্তা হাসে।
আসলো আলো আঁধার নাই,
আলোর ঝলক মনেতে পাই।
দিন টাকে করে দিল সুন্দর
প্রভাতের ভাস্কর।
আঁধার ঘেরা জাতি টাকে
আলোর পথে তুলবে টেনে,
যুবক, তরুণ সবাই মিলে
যেমন করে প্রভাত কালে
দূর করে যত অন্ধকার
প্রভাতের ভাস্কর।