জন্ম আমার সার্থক হল জন্মে বাংলাদেশে।
জীবন আমার ধন্য হল তাকে ভালোবেসে।
তাহার দেয়া শীতল ছায়ায়, শীতল আমার গা।
জন্ম আমার ধন্য হল, পেয়ে এমন মা।
তাহার দেওয়া ধন রতনে ধন্য তার ছেলে।
দুঃখে ও আমি সুখী হবো মাটির ছোঁয়া পেলে।
যে দিকে তাকায় সবুজ শুধু, নাহি সবুজের শেষ।
ধন্য আমি পেয়ে এমন সোনার বাংলাদেশ।
ধান গাছ গুলো হাওয়া লেগে দুলে আনন্দে।
প্রজাপতি ফুলে ফুলে উড়ে বেড়ায় ছন্দে।
দেশটা এমন আকাশ জোরে নীল দিয়ে ঘেরা।
বাংলা আমার মাতৃভূমি সকল দেশের সেরা।
জীবন কালে আছি বেঁচে এই বাংলার পরে।
মরলে যেন থাকতে পারি এই বাংলার অন্তরে।
রাতের বেলায় আকাশটাতে তারায় তারায় ভরা।
বাংলা আমার মাতৃভূমি সকল দেশের সেরা।
আমার চির আপন বাংলার মাটি, বাংলার জল।
মন যে আমার সদা কারে বাংলার ফুল, ফল।
এমন সুন্দর দেশটি আমার সবুজ দিয়ে ঘেরা।
বাংলা আমার মাতৃভূমি সকল দেশের সেরা।
জন্ম আমার সার্থক হল জন্মে বাংলাদেশে।
জীবন আমার ধন্য হল তাকে ভালোবেসে।