তুমি অপরূপা তাই চেয়ে থাকি।
অপলক দৃষ্টিতে তোমাকে দেখি।
এক পলকে দেখে তোমায়, ভরে না মন।
ইচ্ছা করে তোমাকে দেখি সারাক্ষণ
তোমাকে দেখার মিঠে না সাধ
বলো সে কি আমার অপরাধ?


মন চাই চাঁদ হয়ে উঁকি দিতে,
তোমার হৃদয়ের খোলা জানাতে,
ভালোবাসা ছড়াতে হৃদয় ঘরে,
আলো ছড়ায় চাঁদ যেমন করে।
তাইতো তোমার দিকে বাড়ালাম হাত।
বলো সে কি আমার অপরাধ?


হৃদয়ে শুধু তোমার ছবি আঁকি,
তোমাকে আমি মনে ধরে রাখি,
তোমার কথা ভেবে ভেবে,
তোমায় নিয়ে স্বপ্ন দেখে,
কেটে যায় আমার সারা রাত।
বলো সেকি আমার অপরাধ?


মন চাই তোমাকে কাছে পেতে,
আমার বাহুতে জড়িয়ে নিতে।
জোছনা রাতে তোমার কাছে এসে,
তোমার সাথে পাশাপাশি বসে,
মন চাই ধরতে তোমার দুটি হাত।
বলো সেকি আমার অপরাধ?


চাঁদনী রাতে যখন চাঁদ উঠে,
আকাশ ভরা তারা ফুটে,
তখন তোমার চোখে চোখ রাখি,
প্রিয় নামে তোমায় ডাকি,
তোমার সাথে কাটাই রাত,
বলো সেকি আমার অপরাধ?


না দেখে তোমায় থাকতে পারি না,
তোমাকে ছাড়া কিছু ভাবতে পারিনা।
এই মনে তুমি ছাড়া আর কেহ নাই।
এই কথা তোমাকে কি করে বুঝাই,
আমার ভালোবাসায় নেই খাদ।
বলো সেকি আমার অপরাধ?


ভালবাসা না দাও কোন ক্ষতি নাই।
তবুও থাকবো আমি তোমার আশায়।
পাব কি পাবোনা হিসাব করিনি।
শুধু তোমাকে ভালবেসেছি।
দেবনা তোমাকে কোন অপবাদ।
বলো সেকি আমার অপরাধ?


কোন ছলনার কালো মেঘে,
দিওয়না গো তুমি কখনো ঢেকে,
আমার মনের নীল আকাশে,
তোমার যে ছবিটা ভাসে।
মনের আকাশে তুমি শুধু চাঁদ।
বলে সেকি আমার অপরাধ?