চন্দ্র তারা ভিড় করেছে তোমার রূপে।
তাইতো আমার মনটা দিলাম তোমায় সপে।
           তুমি চন্দ্র, তুমি তারা।
           রূপে তোমার দিশেহারা,
শিশির ভেজা ঠোঁটের হাঁসি,
হরিণী দুচোখ ভালোবাসি।
পাগল করা তোমার হাঁসির নাই যে তুলনা।


দু চোখের ইশারায় কাছে ডাকো,
ভালবাসার আঁচলে জড়িয়ে রাখো।
           মনটা  নাও,
           ভালবাসা দাও,
তুমি আমার পাশে থাকো,
আমাকে প্রিয় নামে ডাকো,
আমাকে ছেড়ে কখনো দূরে যেওনা।


তুমি আছ আমার এই হৃদয় জুড়ে।
বিশ্বাস না হয়, দেখ বুকটা চিরে।
         তুমি স্বপ্ন, তুমি আশা,
         তুমি আমার ভালবাসা,
তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রাণ,
তুমি আমার বুকের ভিতর, তুমি আমার জান।
তুমি ছাড়া এই মনে আর কেহ নাই।


চলো না তুমি আমার সাথে,
তারা ভরা কোন এক নিঝুম রাতে,
         সোহাগের গালিচায়,
         বাসর সাজাই।
তুমি হবে আমার সাথী,
আধার ঘরে আলোক বাতি।
স্বপ্নের বাসরে তোমাকে চাই।


চলো না দুজন মিলে যাই হারিয়ে,
আকাশের ঐ নীল নীলিমা ছেড়ে।
         পাখিদের গানে,
         চাঁদের আলোর টানে,
চাঁদনী রাতে জোছনায় স্নান করে,
আবার আমরা ফিরব ঘরে।
হাতে হাত রেখে তুমি থাকবে পাশে।


চলো না দুজনে যাই বাতাসে মিশে।
দিগন্তে হারাই বাতাসে ভেসে ভেসে।
         যেখানে পাহাড় খাড়া,
          বহে ঝর্না ধারা,
ঝর্ণার জলে, দুজনে মিলে,
স্নান করবো পাখী ডাকা সকালে,
হাঁসি মুখে থেকো তুমি আমার পাশে।