লোহা দিয়ে কখনো হয়না গহনা।
হীরা ছাড়া কখনো কাঁচ কাটা যায় না।
ভালোবাসতে মন লাগে, মন ছাড়া হয় না।
নদী ছুটে সাগরের কাছে,
ঘুড়ি উড়ে আকাশে,
বাঁধ দিয়ে নদীর গতি যায়না কভু ঘোরানো।
মনের কাছে মন ছুটিলে, যায়না তাকে ফেরানো।
ভালোবাসা ছাড়া মন আর কিছু চাইনা।
ভালোবাসতে মন লাগে, মন ছাড়া হয় না।
চুম্বক টানে লোহা রে,
বরফ জমে পাহাড়ে,
সূর্যের তাপে বরফ গলে হয়ে যায় নদী।
দু’ চোখেতে নদী হয়, মন ভেঙ্গে যায় যদি।
এক বার মন ভেঙ্গে গেলে, জোড়া আর নেয় না।
ভালোবাসতে মন লাগে, মন ছাড়া হয় না।
ফুলে প্রজাপতি বসে,
মধু পেলে ভ্রমর আসে,
ফুল সুবাস ছড়ায়, ভ্রমর কাছে ডাকতে।
ফুলের সুবাস পেলে ভ্রমর পারে কি দূরে থাকতে।
ফুলে মধু না থাকলে, ভ্রমর আসে না।
ভালোবাসতে মন লাগে, মন ছাড়া হয় না।