প্রায় ছ'মাস আগে
এক স্যাঁতসেঁতে কারখানায়
এক শক্তিশালী শ্রমিকের হাতে
মন ভরে হেসেছিলাম জীবন পাওয়াতে।
তারপর এক ব্যাবসায়ী
কোলে তুলে নিয়ে
পিতার মতো রাখলো আগলে
সুসজ্জিত দোকানে তাঁর সন্তানদের দলে।
প্রায় যৌবনের মাথায়
চলে এলাম শ্রেয়সীর রুমে
সারা দেহে বিদ্যুৎ মেখে
আলোয় ভিজিয়ে দিতে ওর নরম বিছানাকে।
ও দিন-রাত অবিরাম
আমায় ব্যবহার করে করে
শুষে নিয়ে জীবনের রস
আমার শক্তি গর্ভকে করতে লাগলো অবশ।
উষ্ণতার চরম আনন্দে
গতকাল ফিলামেন্ট গেল ছিঁড়ে
আর অন্ধকার মাখা এ বডিটাকে
শ্রেয়সী ফেলে গেল আজ আবর্জনার তাকে।।