এতো ধর্ম,এতো বাণী
মানুষকে সুখ,শান্তি দিতে পারলো না!
অল্পে সন্তুষ্ট করতে পারলো না
হাজার বছর ধরে হাজার মনীষীর আপ্রাণ প্রয়াস।
মানুষ বারবার তার আকন্ঠ লোভ
তার বুকভরা ঘৃণা ও প্রতিশোধের প্রয়োজনে
ধর্মের পথ ত্যাগ করেছে,
বারবার বিজ্ঞান কে শ্রেষ্ঠ মেনে
জীবনকে বিলাসময় করার চেষ্টায়
উন্মত্ত কুকুরের মতো ভক্তি, ভালোবাসা
প্রকৃত কর্তব্য বিসর্জন দিয়ে
এগিয়ে চলেছে এক দূষিত সমাজ সৃষ্টির নেশায়!
একদিন এই বিজ্ঞান,এই বিজ্ঞানের অস্ত্র
মানুষের আলো,বাতাস পুড়িয়ে দেবে
এমন এক অভিশাপ হয়ে ঝরবে একদিন
অপব্যাবহারের জমানো বারুদে
যে এই দম্ভ,এই অহঙ্কার ফেটে ছড়িয়ে পড়বে
অমান্য করা সবুজ প্রকৃতির আঁচলে!
বানিয়ে যাও অস্ত্র, সেনাবাহিনী
কৃষকের থেকে কর নিয়ে, কোটি টাকা ব্যায় করে
অবশ্যই একদিন কাজে আসবে...
প্রতিবেশী ভাই-বোনদের হাড়-মাংস আলাদা করতে
ধর্ম শুধু জানার জিনিস,মানার জন্য নয়
অহিংসা মানুষকে রক্ষা করতে পারবে কি?
এগিয়ে যাও মানুষ!প্রয়োজন বন্দুক আর কামান;
শান্তির জন্য প্রয়োজন বারবার
বর্বরদের মতো ক্ষমতা, রক্ত আর নির্মম যুদ্ধ।