তোমার অনেক আছে
       আছে আকাশ আলো-ঝরা
বৃষ্টি,বজ্র আর
       সুদূরের সব তারা।
ধোয়া চোখে দেখ চেয়ে
       সারাটা পৃথিবী কার!
তোমারি আছে ভাই
       মাঠে, ঘাটে অধিকার।
গ্রামাফোনে তুলে সুর
        তুমিই রেখেছ মান,
তোমার বলেই চলে
        বিশ্বের কোটি প্রাণ।


আজ যারা প্লেনে চড়ে
খনি আনে মাটি খুঁড়ে
       সেতো বুদ্ধি তোমার!
এমন অপূর্ব জীবন
       বল আছে কার?
এ দৃষ্টি তোমার
এ সৃষ্টি তোমার
       শুধু তোমারই জয়;
আছে যত জল-মাছ
       তারা কি তোমার নয়!
তুমিই পেয়েছ সব
বাড়ি-গাড়ি-উৎসব
       কিসের বা ভয়?
এলোই বা ছোট বাধা
       ছোট পরাজয়।


দুঃখ সূক্ষ্ম বড়
      বড় নয় হার
ভেবে দেখ কত পেলে
      যা ছিল না তোমার।
জয়েতে নাচে কেউ
       কেউ হয় ব্যর্থ
জীবনের শেষে দেখো
       সবি এক অর্থ।
আসলে মিথ্যে সব
       কিছু নাই হারাবার
এই পৃথিবীর তুমি
       তুমি সবে একাকার।।
      


নতুন একটি বই প্রকাশ করলাম প্রিয় কবিগণ। কবিতাটি তারই অন্তর্ভুক্ত। আপনাদের স্নেহ ও ভালোবাসা কামনা করছি। ভালোবাসা রইলো।