সব সত্য হয় না শ্যামলী!
সুন্দর হয় না সমস্ত অনুভূতি।
ঘন ঠান্ডায় কিছু ফুল, কিছু কাঠ
জমে যায় না,অথবা আগুনে
পুড়ে না ঝরঝরে বালি;
সবাই কি আলো খোঁজে শ্যামলী?
উড়তে চায় না অনেকে বরং
ডুবে থাকে সমুদ্রের নীলে,
কত ভাষাও তো কুৎসিত
কত প্রেম আটকে থাকে দেহে;
ছায়ার মতো চলতে থাকে
কিছু স্বপ্ন, কিছু লালাভর্তি লোভ
সব মঙ্গলময় হয় না শ্যামলী!